১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। নাটকটি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে। সৈয়দ জিয়া উদ্দিন প্রিন্সের গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন মোহসিনা আরফিন ও অমৃতা আচার্য্য পিউ। গোলাম মুক্তাদিরের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম, ঈষিকা সাকিন, নিশা চৌধুরী, শাওন দাস, সাদাফ হাশমী জিয়ান প্রমূখ। ‘এখন একান্নবর্তী পরিবার বলতে গেলে কিছু নেই। আত্মীয়তার বন্ধনও শিথিল হয়ে গেছে। এমনকি একটা বয়সের পর নিজ ভাই-বোনদের তেমন যোগাযোগ হয়না। এরকম সময়ে পাঁচ কাজিনের সম্পর্ক ভিন্ন। সবাই ভিন্ন ও বৈচিত্রময় চরিত্রের মানুষ। পাহাড়ে টিলা কিনে কুটির বানানোর জন্য আন্দু ঢাকার ডুপ্লেক্স বাড়ি...