১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)’র ভিপি প্রার্থী আবিদুল ইসলামের উক্তি নিয়ে ব্যঙ্গাত্বকভাবে উপস্থাপনের ভিডিও তৈরির ঘটনা ঘটেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, আটজন শিক্ষার্থী একসাথে ডাকসু নির্বাচনের ফলাফলের পূর্বে শিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বিজয় অর্জনের আশ্বাসে বিজয় উল্লাস হিসেবে ‘প্লিজ কেউ ছেড়ে যাইয়েন না’ উক্তিকে ব্যাঙ্গাত্বকভাবে উপস্থাপন করেন। তবে ওই শিক্ষার্থীদের দাবি ভিডিওটি কাঁটছাট করে প্রচার করা হয়েছে। জানা যায়, ভিডিওতে থাকা শিক্ষার্থীরা হলেন, ওমর ফারুক (ইইই ২০-২১ সেশন), নাহিদ হাসান (আল কুরআন ২০-২১), নাইমুর রহমান (অর্থনীতি ২১-২২), সোহান (ল ১৭-১৮), রোকনুজ্জামান রোকন (মার্কেটিং ১৯-২০), মোজাম্মেল (দাওয়াহ ২১-২২), আবদুল্লাহ নুর মিনহাজ (আল হাদিস ২০-২১)। তারা সবাই ইবি শাখা...