১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ এএম গণআন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পালাবদলে মাদকসহ বিভিন্ন অবৈধ আয়ের খাত দখলের প্রতিযোগিতা শুরু হয় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে। রাজধানীর ক্রাইম জোন হিসেবে পরিচিত মোহাম্মদপুর হয়ে ওঠে অশান্ত ও বিপজ্জনক। দখল পাল্টা দখলের পাশাপাশি চুরি, ছিনতাই এবং অস্ত্রবাজি ব্যাপকহারে বৃদ্ধি পায়। দিনে দুপুরে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। বেপরোয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে আহত করে লুটে নিয়ে যায় সব। দৌরাত্ম বেড়ে যায় কিশোর গ্যাং সদস্যদের। তাদের বেপরোয়া আক্রমণে দিশেহারা হয়ে ওঠে স্থানীয় মানুষ। রাজনৈতিক পরিচয়ে থানার ভেতরে বাদীকে হুমকি দেয়ার ঘটনাও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ পরিস্থিতিতে যৌথ অভিযানে নামে আইন-শৃঙ্খলা বাহিনী। গ্রেফতার করা হয় অনেককে। কিন্তু পরিস্থিতির কোন উন্নতি হয়নি।মাদকের হাট হিসেবে পরিচিত জেনেভা ক্যাম্পে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে প্রাণহানির...