১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম শ্রম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এটা নিশ্চিত। এ বিষয় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নির্বাচন কমিশন এ লক্ষ্যে সব প্রস্তুতি নিয়েই এগুচ্ছে। এ লক্ষ্যে কমিশনের চাহিদানুযায়ী সরকারও সব সহযোগিতা অব্যাহত রেখেছে। নির্বাচন কেন্দ্রীক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শংকার কিছু নেই। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীও একটি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা কিছু প্রয়োজন সেভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। গতকাল শনিবার বরিশালে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং নগরীর খাল খননসহ বিভিন্ন কর্মকা- পরিদর্শন শেষে সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলছিলেন উপদেষ্টা। ‘নির্বাচন কি পিআর পদ্ধতিতে হবে’ এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী...