১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২৫ এর ফাইনাল খেলা উদ্ভূত পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। এসময় রণক্ষেত্রে পরিণত হয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। স্বাভাবিকভাবেই কক্সবাজার ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে’ ১২-১৫ হাজার দর্শক ধারণ ক্ষমতা থাকলেও এর ৫ গুণ দর্শক স্টেডিয়ামে প্রবেশ করায় আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। গত শুক্রবার খেলা শুরু করার কথা জানালেও আয়োজক কমিটি নানা বিশৃঙ্খলায় খেলা শুরু করতে পারেনি। এসময় উত্তপ্ত দর্শকরা ভাংচুর শুরু করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের ধারণক্ষমতার চেয়ে দর্শক বেশি হওয়ায় অনেকে সেখানে অবস্থান করতে পারেনি। অনেক দর্শক গ্যালারিতে জায়গা না পেয়ে, খেলার মাঠে অবস্থান নেই। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে মাঠ থেকে বের করে দিলে তারা ক্ষেপে যাই। এ সময় গ্যালারির পিছন...