শ্রীলঙ্কার পেস আক্রমণের সামনে অসহায়ত্বই ফুটে উঠল বাংলাদেশের ব্যাটারদের। স্পিন খেলে অভ্যস্ত বাংলাদেশ, সেখানেও পরাস্ত হলো। ব্যাটিং ব্যর্থতায় লজ্জার রের্কডের শঙ্কায়। জাকের আলী-শামীম হোসেন সেটা থেকে রক্ষা করলেও ম্যাচ বাঁচাতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতা ঢাকার মতো বলও করতে পারেননি বোলাররা। ফলে দ্বিতীয় ম্যাচে এসে হার দেখল বাংলাদেশ। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আবু ধাবিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ৫.২ ওভার হাতে রেখে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। জয় পায় ৬ উইকেটের ব্যবধানে। অল্পরানের পুঁজি নিয়েও শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মুস্তাফিজুর রহমান। ৬ বলে ৩ রান করা লঙ্কান ওপেনার কুশাল মেন্ডিসকে ফেরান তিনি। অতটুকুই যা! এরপর লঙ্কান ব্যাটারদের বাংলাদেশ...