এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতলেও বাংলাদেশের ব্যাটিং ছিল ধীর গতির। এরপর সংবাদ সম্মেলনে তাওহীদ হৃদয় জানিয়েছিলেন, ম্যাচ জেতাটা বেশি গুরুত্বপূর্ণ। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই গুরুত্বপূর্ণ কাজটাই করতে পারলো না বাংলাদেশ। জাকের আলী-শামীম হোসেনের ষষ্ঠ উইকেটে রেকর্ড ৮৬ রানের জুটিতে স্কোরটা ১৩৯ এ পৌঁছায়। লঙ্কানরা ম্যাচটা জেতে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে। ম্যাচ হারের পর বাংলাদেশের অধিনায়ক লিটন দাস বলেন, 'আমি মনে করি পাওয়ার প্লেতে আমরা ম্যাচটা হারিয়ে ফেলেছি। উইকেটটি ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। এমন উইকেটে যদি...