অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে কর্মসূচি ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। আজ রোববার বেলা ১১টায় খেলাফত মজলিস, আগামীকাল সোমবার ইসলামী আন্দোলন এই সংবাদ সম্মেলন করবে। এদিকে চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচি–বিষয়ক খবরকে বিভ্রান্তিকর বলছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রসঙ্গত, ‘চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপিসহ আটটি দল’ শিরোনামে গতকাল প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়। এর উল্লেখ করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ফেসবুকে এক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ বিষয়ে যে খবর প্রকাশ হয়েছে, তা মিস লিডিং। এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ...