ম্যাচের ভাগ্য আসলে তো লেখা হয়ে গিয়েছিল প্রথম দুই ওভারেই।তবুও যে গ্যালারির দর্শকেরা স্টেডিয়াম ছাড়লেন না—কারণ মূলত দুটি। জাকের আলী ও শামীম হোসেনের জুটি। যে জুটি বাংলাদেশকে শেষ পর্যন্ত এমন একটা স্কোর এনে দিল, মনে হচ্ছিল কিছু হলেও হতে পারে। ৬ উইকেটে ১৩৯—এর চেয়ে কম রান নিয়েও তো কত দল টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে!দ্বিতীয় কারণ, বাংলাদেশি দর্শকদের বড় অংশই প্রবাসী শ্রমিক। কেউ কেউ অনেক দূর থেকে এসেছেন, কষ্ট করে জমানো টাকা খরচ করে আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে ঢুকেছেন। এত কষ্ট করে এসে অল্প সময়ের খেলা দেখে ফিরে যাওয়ার ইচ্ছে হয়নি হয়তো কারও!কিন্তু আজ স্টেডিয়ামে ঢুকে শুরুতে সেই দর্শকেরা যা দেখেছেন, সেটা বিভীষিকার চেয়ে কম কিছু না সম্ভবত। বরং শেষ পর্যন্ত ৩২ বল বাকি থাকতে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হার—এই যন্ত্রণা হয়তো...