১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম আগা খান স্কুলস অ্যালামনাই বাংলাদেশের আয়োজনে ও আগা খান একাডেমি ঢাকার সহযোগিতায় প্রথমবারের মতো হয়ে গেল আগা খান ইন্টার-স্কুল অ্যালামনাই ফুটবল টুর্নামেন্ট ২০২৫। গত ১২ ও ১৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আগা খান একাডেমি মাঠে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের নামী দামি ১৩টি ইংরেজি মাধ্যম স্কুলের অ্যালামনাইরা। ভেটেরানস (২৮ বছর ঊর্ধ্ব) এবং মায়েস্ত্রোস (২৮ বছরের নিচে) এই দুটি গ্রুপে ভাগ হয়ে চ্যাম্পিয়নশিপটি ছড়ায় উত্তেজনার পারদ। তাতে স্কলাস্টিকাকে হারিয়ে ভেটেরানস চ্যাম্পিয়ন হয় স্যার জন উইলসন ও মানারাতকে হারিয়ে মায়েস্ত্রোস চ্যাম্পিয়ন হয় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ। আসরের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন ভেটেরানসের আরিক। গতকাল ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের...