১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ভোটগ্রহণ শেষ হওয়ার ৪২ ঘণ্টা পর ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল। গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে জাকসু নির্বাচনে ফল ঘোষণা করা হয়। নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. মাজহারুল ইসলাম। এছাড়া এজিএস (পূরুষ) পদে শিবিরের ফেরদৌস আল হাসান ও (নারী) আয়েশা সিদ্দীকা মেঘলা নির্বাচিত হয়েছে। ঘোষিত ফলে দেখা যায়, জাকসুর ২৫টি পদের ২০টিতেই জয়ী হয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ফলাফল ঘোষণার আগে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব এবং প্রক্টর একেএম রাশিদুল আলম বলেন, আমরা মেশিনের ফল ঘোষণা করতে চাইলেও দুইটা সংগঠন থেকে লিখতভাবে...