উত্তরা পশ্চিম থানায় করা মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ফারজানা তমা ও তার সহযোগীরা এক পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী পরিবারের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি জানান, গত ১১ সেপ্টেম্বর রাত ১টা ১০ মিনিটের দিকে ফারজানা তমা, এইচএম ওসমান রেজা, তানজীল এবং আরও কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় প্রবেশ করেন। তারা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে একটি পুরনো মামলায় আপস করিয়ে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। পরিবারের সদস্যরা কষ্ট করে ৫ লাখ ৫০ হাজার টাকা তুলে দিলেও বাকি টাকা দ্রুত দিতে চাপ দেওয়া হয় এবং না দিলে ‘ভয়ানক পরিণতির’ হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর উত্তরা পশ্চিম...