১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম সউদী আরবের আল-উলার সোনালী বালুকাময় মরুভূমিতে একটি আকর্ষণীয় আশ্চর্য রয়েছে। আল-উলা মরুভূমির আশ্চর্যজনক প্রাকৃতিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ২০০ মিটার লম্বা মাছের আকৃতির একটি আশ্চর্য যা ‘ওয়াদি আল-ফানের মাছের শিলা’ নামে পরিচিত। এখন প্রশ্ন উঠছে, আল-উলায় একটি বৃহৎ মাছ কীভাবে এলো?রয়েল কমিশন ফর আল-উলা (আরসিইউ) অনুসারে, ৫০ কোটি বছর আগে প্রাচীন নদীব্যবস্থা থেকে ক্ষয়ের মাধ্যমে এ মাছের মতো গঠন তৈরি হয় যখন ভূমিটি গন্ডোয়ানা মহাদেশের অংশ ছিল। আজ, এ আশ্চর্যটি আরসিইউ-এর ‘জার্নি থ্রু টাইম মাস্টার প্ল্যানের’ কেন্দ্রবিন্দু, যার লক্ষ্য আল-উলাকে শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য একটি শীর্ষস্থানীয় গন্তব্যে রূপান্তরিত করা এবং এর অনন্য মরুভূমির সম্পদ সাবধানে সংরক্ষণ করা, সউদী প্রেস এজেন্সি জানিয়েছে। এই মাছের মতো আশ্চর্যটি ২০২২ সালে মানুষের...