১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম জার্মান বিমান সংস্থার পাইলটদের ইউনিয়ন স্বীকার করেছে যে, অতিরিক্ত ফ্লাইটের কারণে তারা ফ্লাইটের সময় ঘুমিয়ে পড়েন। ৯০০ জার্মান পাইলটের ওপর একটি জরিপ প্রকাশিত হয়েছে যেখানে ৯৩ শতাংশ পাইলট স্বীকার করেছেন যে, তারা ফ্লাইটের সময় ঘুমিয়ে পড়েন। এ বিরক্তিকর পরিস্থিতির সবচেয়ে আকর্ষণীয় দিক হল, কর্মীদের ঘাটতি এবং অপারেশনাল চাপের কারণে পাইলটরা ফ্লাইটের সময় ঘুমিয়ে পড়েন। জার্মান বিমান সংস্থার ৪ জনের মধ্যে ৩ জন পাইলট, অর্থাৎ মোট পাইলটের ৭৪ শতাংশ বলেছেন যে, ফ্লাইটের সময় ঘুমিয়ে পড়া একটি স্বাভাবিক বিষয়।এ বিষয়ে বলা হয়েছে, পাইলটরা ফ্লাইটের সময় দুর্ঘটনাক্রমে বা দুর্ঘটনাক্রমে ঘুমের বিরতি নেন না, বরং এটি ইচ্ছাকৃতভাবে করা হয়। পাইলটরা ফ্লাইটের অবতরণ এবং টেকঅফের সময় ঘুমের বিরতি নেন না, তবে এ বিরতি...