১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের বিপরীতে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি অপরিবর্তিত রয়েছে।লঘুচাপটি ঘনীভূত না হওয়া পর্যন্ত অথবা দুর্বল হয়ে কেটে গেলে বৃষ্টিপাতের আবহ তৈরি হবে না। গতকাল শনিবার আবহাওয়া বিভাগ জানায়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সর্ব-উত্তর জনপদের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১৫১ মিলিমিটার। সিলেটে ৮৫ মি.মি., রাজধানী ঢাকায় ও চট্টগ্রামে মাত্র এক মিমি. বৃষ্টিপাত হয়েছে। গতকাল রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত খুবই কম হয়েছে।...