১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ এএম জবাবে শ্রীলঙ্কা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। যদিও কুশল মেন্ডিস দ্রুত ফেরেন, তবে পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারার ৯৫ রানের জুটিতে জয়টা একপ্রকার নিশ্চিত হয়ে যায়। মিশারা করেন ৩৪ বলে ৪৪ রান। নিশাঙ্কা ৩৪ বলে ফিফটি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন। শেষ দিকে কুশল পেরেরা ও দাসুন শানাকা দ্রুত বিদায় নিলেও জয় পেতে আর সমস্যা হয়নি লঙ্কানদের। ১৪ ওভার শেষে চার উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে তারা। এই জয়ের পর গ্রুপে শ্রীলঙ্কার নেট রান রেট দাঁড়াল +২.৫৯৫। আফগানিস্তান শীর্ষে রয়েছে +৪.৭০০ রান রেটে। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশ নেমে গেছে –০.৬৫০ রান রেটে। যার ফলে এশিয়া কাপের পরের পর্বে যাওয়ার...