১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২১ এএম স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে এক জন কম নিয়ে প্রায় এক ঘণ্টা খেলেও সোসিয়েদাদের মাঠ থেকে ২–১ গোলের রোমাঞ্চকর জয় ছিনিয়ে আনল লস ব্লাঙ্কোসরা। রিয়াল সোসিয়েদাদের মাঠ এস্তাদিও মিউনিসিপাল দি অ্যানেওতায় খেলার আধা ঘণ্টা পেরোতেই লাল কার্ডের কারণে মাঠ ছাড়তে হয়েছে ডিন হাউসেনকে।৩২তম মিনিটে দশজনের দলে পরিণত হলেও জয় পেতে অসুবিধা হয়নি রিয়ালের। হাউসেন যখন লাল কার্ড দেখেন, রিয়াল মাদ্রিদ এগিয়ে ১–০ ব্যবধানে। ১২তম মিনিটে গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। সোসিয়েদাদের এক খেলোয়াড় রিয়ালের অর্ধ থেকে বল পেছনে পাস দিলে সুযোগের সন্ধানে থাকা এমবাপ্পে কুশলী দৌড়ে সেটা নিজের নাগালে নেন। এরপর সোসিয়েদাদ ডিফেন্ডার রেমিরোকে পেছনে ফেলে বক্সের সামনে গিয়ে জোরালো শটে...