১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ এএম পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। জানা গেছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় ডিবি তাকে গ্রেফতার করে।সূত্র বলছে, একসময় মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) ছিলেন নাহিদুল ইসলাম। সেসময় জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যার শিকার হন। আলোচিত সেই ঘটনার মূল অভিযুক্ত আসামি করা হয় তৎকালীন পুলিশ সুপার নাহিদুল ইসলামকে। এদিকে গত ২৮ জুলাই ডিআইজি নাহিদুল ইসলামসহ চারজনকে বাধ্যতামূলক অবসর...