১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম দীর্ঘদিনের অযতœ অবহেলায় পড়ে থাকা জেলার সøুইসগেটগুলো কার্যত অচল হয়ে পড়ছে। জেলার ৫টি উপজেলার বিভিন্নস্থানে অবস্থিত ৩৪টির মধ্যে ২৯টি সøুইসগেটই নষ্ট হয়ে গেছে অকেজো হয়ে পড়েছে ৫টি সøুইসগেট। ফলে হাজার হাজার কৃষকরা ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসলের চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে না পারায় মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। খোঁজ খবর নিয়ে জানা যায়, মাদারীপুর জেলার ৫টি উপজেলা। এরমধ্যে মাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর, ডাসার উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে ১৭টি নদ-নদী। তবে জেলায় বর্তমানে সচল রয়েছে ১০টি নদ-নদী। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি, কুমার নদ। এসব নদ-নদীগুলোকে ঘিরে মাদারীপুরের ৫টি উপজেলায় ৩৪টি সøুইস গেট নির্মাণ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনের অযতœ অবহেলায় এবং যথাযথ সংরক্ষণ দেখভালের অভাবে এরমধ্যে...