১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম মহানবী মুহাম্মাদুর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হলেন জগতসমূহের জন্য রহমত। মহান আল্লাহ তা‘আলা হলেন রব্বুল আলামীন তথা জগৎসমূহের প্রতিপালক এবং তিনি স্বয়ং সূরা আম্বিয়ায় মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে ঘোষণা করেছেন, ‘ওয়া মা আরসালনা-কা ইল্লা রহমাতাল্লিল আলামীন’। অর্থাৎ ‘আমি তো তোমাকে বিশ্ব জগতের প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি’। (আয়াত নং-১০৭) উল্লেখ্য, দৈনিক ইনকিলাব গতকাল প্রকাশিত সংখ্যার ‘শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম’ শীর্ষক প্রতিদিনের লেখার বিষয়বস্তু ছিল ‘যিনি ছিলেন পৃথিবীর জন্য রহমত’। এতে মহানবী মুহাম্মাদুর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শুধুমাত্র পৃথিবীর জন্য রহমত উল্লেখ করায় বিষয়টি নিয়ে পর্যালোচনা করে তাঁর শানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে বিষয়টি ব্যাখ্যা করা হল। আল্লাহ তা‘আলা আমাদের ক্ষমা...