জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি। বিএনপিসহ ১৩টি দল জুলাই সনদে সই করতে সম্মত হলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এখনো জুলাই সনদে সইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। তাদের মতে, সনদটির দলীয় সমর্থন দেওয়ার আগে এর একটি স্পষ্ট আইনি কাঠামো থাকা প্রয়োজন। তাদের যুক্তি, আইনি ভিত্তি ছাড়া সনদে সই করলে এর কোনো কার্যকর ফল পাওয়া যাবে না।চূড়ান্ত জুলাই সনদ বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে সনদের চূড়ান্ত ভাষ্যে সকলের মতের প্রতিফলন ঘটানো হয়েছে। এ জন্য সনদে স্বাক্ষরের জন্য রাজনৈতিক দলগুলোকে শনিবার বিকেল পাঁচটার মধ্যে দুজন ব্যক্তির নাম পাঠানোর অনুরোধ জানানো হয়।কিন্তু শনিবার বিকেল পর্যন্ত বিএনপি, এনসিপিসহ ১৫টি দল নাম পাঠিয়েছে বলে সূত্রে জানা গেছে। কমিশন বলছে, বাংলাদেশের...