আলোচিত নারী নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল জামায়াত আমিরকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি বার্তা দিয়েছেন, যেখানে তিনি জামায়াতের রাজনীতিকে ‘গালি ও অপমানের রাজনীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন।নিজের পোস্টে নীলা লেখেন, “ডা. শফিকুর রহমান সাহেব, আপনাদের জামায়াত ইসলামী মুখে ইসলামের আদর্শের কথা বললেও কাজে দেখায় শুধু গালি আর অপমানের রাজনীতি। আমরা সাধারণ মানুষ যখন অন্য কোনো রাজনৈতিক দলকে প্রশ্ন করি, তখন যুক্তি দিয়ে উত্তর পাই। কিন্তু আপনাদের জামায়াত নিয়ে প্রশ্ন তুললেই আমাদের ওপর ঝরে পড়ে কদর্য ভাষা ও হুমকি। আমি সরাসরি জানতে চাই, ইসলাম কি আপনাদের এই গালি-গালাজের শিক্ষা দিয়েছে, নাকি আপনারা ইসলামকে আড়াল বানিয়ে নোংরা রাজনীতি চালাচ্ছেন?”তিনি আরও লিখেন, “আমি এই গালির রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জনগণকে ভয় দেখিয়ে, অপমান করে বা কদর্য ভাষায় চুপ করিয়ে রাখার চেষ্টা যত করবেন,...