এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের নিয়ে একপ্রকার ছেলেখেলাই করেছে লঙ্কানরা। বোলিংয়ে অবশ্য শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কার দলীয় ১৩ রানে ওপেনার কুশাল মেন্ডিসকে (৩) ফেরান পেসার মোস্তাফিজুর রহমান। এরপর থেকেই যেন আর খুঁজে পাওয়া যায়নি লিটন দাসের দলকে। দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা উভয়ে মিলেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে নাস্তানাবুদ করতে থাকে টাইগার বোলিং লাইনআপ। তারা দুজনে মিলে গড়েন ৯৫ রানের আগ্রাসী জুটি। দলীয় ১০৮ রানে শেখ মেহেদির বলে নিশাঙ্কা (৫০) আউট হলেও ততক্ষণে ম্যাচ থেকে বহু দূরে ছিটকে যায় টাইগাররা। শেষমেশ, ৬ উইকেট এবং ৩২ বল থাকতেই লজ্জার হার বরণ করতে হয় বাংলাদেশকে। শ্রীলঙ্কার হয়ে মিশারা ৩২ বলে ৪৬ রানে এবং আশালাঙ্কা ৪ বলে ১০ রান করে...