খুলনায় দুর্বৃত্তরা মো. মাসুদ হোসেন (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর নিউ মার্কেট এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। মাসুদ নগরীর খালিশপুর লাল হাসপাতাল এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক। স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা মাসুদকে কুপিয়ে রাস্তার ওপর ফেলে চলে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে...