কলকাতার নির্মাতা সৌমিক সেনের ‘জ্যাজ সিটি’ সিরিজের যে প্রোমো প্রকাশ্যে এসেছে, তাতে অভিনেতা আরিফিন শুভর লুক নিয়ে তৈরি হয়েছে আলোচনা। এই সিরিজটি এখন মুক্তির প্রস্তুতিতে রয়েছে। ওটিটি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে দেখা যাবে ওয়েব সিরিজটি। সোশাল মিডিয়ায় নিশাত তাসনিম মাইশা নামের একজন লিখেছেন, "আরিফিন শুভকে প্রথম ঝলকেই দারুণ স্টাইলিশ লাগছে সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে। সিরিজটি দেখার অপেক্ষায়।" নির্মাতা সঞ্জয় সম্মাদার লিখেছেন, "আরিফিন শুভ ভাই! পৃথিবীর প্রতিটি কোণে লুকিয়ে আছে অজানা প্রতিভা।” সিরিজটি কবে মুক্তি পাবে সেই ঘোষণা এখনো দেয়নি সনি লিভ। একাত্তরের মুক্তিযুদ্ধের গল্প আশ্রয় করে সিরিজটি বানাচ্ছেন বলে আগে জানিয়েছিলেন সৌমিক সেন। সিরিজ নিয়ে এর আগে আনন্দবাজারে সৌমিক বলেছিলেন, সিরিজের গল্পে পুরনো কলকাতা শহরের আবহ তুলে ধরতে একটি ‘জ্যাজ ক্লাব’ দেখানো হবে। এছাড়া ইংরেজিসহ নানা ভাষার গান...