সৃষ্টি জীবের মধ্যে মানুষের দৈহিক গঠন সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়। মানুষের ভেতর সবচেয়ে নিখুঁত গঠনাকৃতির অধিকারী হলেন নবী-রাসুলগণ। তাদের মধ্যে আবার সবচেয়ে সুন্দর যে মানুষটি, তিনি হলেন আমাদের মহানবী হজরত মুহাম্মদ (সা.)। নবীজির দেহ মোবারক ছিল চাঁদের চেয়েও চমৎকার। তিনি যখন হাসতেন, মনে হতো পূর্ণিমার চাঁদ থেকে জোছনা ঝরছে আর মুঠো মুঠো আলোর ঝলকানিতে পৃথিবীটা আলোকিত হয়ে উঠছে। হজরত জাবের ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি একবার পূর্ণিমা রাতের স্নিগ্ধ আলোয় রাসুলুল্লাহ (সা.)-কে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। আমি তখন একবার চাঁদের দিকে আরেকবার নবীজির দিকে তাকাতে থাকলাম। মনে হলো তিনি আমার নিকট পূর্ণিমা চাঁদের চেয়েও অধিকতর সুন্দর।’ (মুস্তাদরাকে হাকেম ৭৩৮৩) নবীজি (সা.) ছিলেন মধ্যম আকৃতির মানানসই পুরুষ। অতিশয় দীর্ঘ ছিলেন না, যা বেমানান। এত বেটেও...