তেত্রিশ বছর পর অনেক বিতর্ক সঙ্গী করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসুর ঘটনাবহুল যে নির্বাচন হল, তাতে ভিপি বাদে জিএসসহ অধিকাংশ পদে জয়ী হলেন ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা। ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে স্বতন্ত্র আব্দুর রশিদ জিতু ৩৩৩৪ ভোট এবং জিএস পদে শিবিরের মো. মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়ে জয় পেয়েছেন। বৃহস্পতিবার বিকালে ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর শনিবার বিকাল ৫টা থেকে সিনেট ভবনে জাকসু ও ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা শুরু করা হয়। জাকসুর ফলাফল ঘোষণার আগে ২১টি হল সংসদের ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। পরে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। ফলাফল ঘোষণার আগে মুক্তিযুদ্ধ ও জুলাই-অগাস্টের আন্দোলনে শহীদ এবং সহকারী...