তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টার ঘটনাকে সরকার দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছে। শুক্রবার লন্ডনের এসওএএস-ইউনিভার্সিটি অব লন্ডনে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচি শেষে বের হওয়ার সময় বিক্ষোভকারীরা বাংলাদেশ হাইকমিশনের গাড়িবহরে ডিম নিক্ষেপ করে এবং অল্প সময়ের জন্য গাড়ির পথ রোধের চেষ্টা চালায়। দ্রুতই লন্ডনের মেট্রোপলিটন পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে মাহফুজ আলম যে গাড়িতে ছিলেন, সেটি আক্রান্ত হয়নি বলে জানা গেছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, পুরো সময় পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করেছে। এর আগে, কয়েক সপ্তাহ আগে নিউইয়র্কে সরকারি কাজে অংশগ্রহণকালে মাহফুজ আলমকে লক্ষ্য করে অনুরূপ হামলার ঘটনা ঘটে। বাংলাদেশের কনস্যুলেট জেনারেলে আয়োজিত একটি অনুষ্ঠানে বিক্ষোভকারীরা ডিম ছোড়ে, এমনকি বোতলও ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।...