নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদে স্পিডবোট ডুবে শিশুসহ চারজন নিখোঁজ হয়। এ ঘটনার ২২ ঘণ্টা পর ঐশী আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শনিবার দুপুরে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে দুই শিশুসহ এক নারী। তাদের উদ্ধারেও অভিযান চালিয়ে যাচ্ছে ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে মাছ ধরার নৌকার ধাক্কায় স্পিডবোট উল্টে তিন শিশুসহ এক নারী নিখোঁজের ঘটনা ঘটে। এ ব্যাপারে নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান...