তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর যুক্তরাজ্যের লন্ডনে একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় তার ওপর হামলা চেষ্টার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে সাড়ে ১১টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়, যেখানে উপদেষ্টা মাহফুজের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে।আরো পড়ুন:নিউইয়র্কে মাহফুজের ওপর হামলার প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: মাহফুজ আলম নিউইয়র্কে মাহফুজের ওপর হামলার প্রতিবাদ ঢাবি শিক্ষার্থীদের বিবৃতিতে বলা হয়েছে, এসওএএস-ইউনিভার্সিটি অব লন্ডনে বাংলাদেশের জুলাই গণআন্দোলনের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি কর্মসূচি থেকে বের হওয়ার সময় উপদেষ্টা মাহফুজকে লক্ষ্য করে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম ছোড়ে এবং কিছু সময়ের জন্য গাড়ির পথরোধ করার চেষ্টা করে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে;...