১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম চীনের শীর্ষ আইনসভা চার জেনারেলকে বহিষ্কার করেছে, যা সামরিক বাহিনীতে দুর্নীতিবিরোধী অভিযানের বিস্তৃতির দিকে ইঙ্গিত করে। জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি শুক্রবার জানিয়েছে যে, জেনারেলদের এনপিসির ডেপুটি পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন পিপলস আর্মড পুলিশ কমান্ডার ওয়াং চুনিং; রকেট ফোর্সের শৃঙ্খলা প্রধান ওয়াং ঝিবিন; কেন্দ্রীয় সামরিক কমিশনের অধীনে লজিস্টিক সাপোর্ট বিভাগের প্রধান ঝাং লিন; এবং সিএমসির জয়েন্ট লজিস্টিক সাপোর্ট ফোর্সের রাজনৈতিক কমিশনার গাও দাগুয়াং। পূর্ণ জেনারেল হিসেবে, ৬২ বছর বয়সী ওয়াং চুনিং চারজনের মধ্যে সর্বোচ্চ পদমর্যাদাপ্রাপ্ত। ওয়াং তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সে দায়িত্ব পালন করেন, ২০১৬ সালে রাজধানী রক্ষার দায়িত্ব পান এবং বেইজিং গ্যারিসনের কমান্ডার হন। ২০২০ সালের এপ্রিলে, তাকে পিএপিতে চিফ...