১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বগুড়ার শেরপুরে চাঁদার টাকা না পেয়ে মসজিদের ইমাম নুর মোহাম্মদকে (৫৫) অপহরণ ও হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে গতকাল দুপুরে স্থানীয় তিনটি মসজিদের মুসুল্লি ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা অভিযোগ করেন, এলাকায় মাদক ও চাঁদাবাজির ঘটনা দিনদিন বেড়ে চলেছে। এরই ধারাবাহিকতায় সংঘবদ্ধ একটি চক্র ইমাম নুর মোহাম্মদকে অপহরণ করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় তাকে বেধড়ক মারপিট করা হয়। পরে লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতা গ্রামের আলহাজ্ব আলী আহম্মদের ছেলে নুর মোহাম্মদ ১৫ বছর ধরে শেরুয়া দহপাড়া করতোয়া জামে...