১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বিশ্বকাপ হকির বাছাই পর্বে খেলার জন্য পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে তিন ম্যাচের যে সিরিজটি খেলতে হবে তা ঢাকায় অনুষ্ঠিত হবে। গতকাল এ তথ্য গণমাধ্যমকে জানান বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.)। ঠিক কবে হবে ম্যাচ তিনটি তা এখনো নিশ্চিত হয়নি। বাহফের সাধারণ সম্পাদক বলেন,‘আগামী তিন-চারদিনের মধ্যে এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) সাথে আলোচনা করে আমরা সিরিজের দিনক্ষণ নির্ধারণ করবো।’ গত ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের রাজগিরে হওয়া এশিয়া কাপে বাংলাদেশ ষষ্ঠ স্থান লাভ করায় বিশ্বকাপের বাছাই পর্বে ওঠার জন্য এই সিরিজ খেলতে হবে। সিরিজ জয়ী দল পাবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ে খেলার টিকিট। যেখানে খেলবে ১৯টি...