১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বরাবরের মতোই ভারত-পাকিস্তান লড়াই মানেই তুমুল উত্তেজনা। তবে এবার যেন ছাড়িয়ে গেছে সবকিছুকে। চার মাস আগে দুই দেশের মধ্যে হওয়া সামরিক সংঘাতের পর এটাই প্রথম ক্রিকেটীয় লড়াই। এর মধ্যে ম্যাচ বয়কটের ডাকও উঠেছিল। এমন চাপের মুহূর্তে পেস বোলিংয়ের কিংবদন্তি ওয়াসিম আকরাম বলছেন ভিন্ন কথা। তার মতে, বাইরের সব হট্টগোল ভুলে গিয়ে ক্রিকেটার ও সমর্থকদের উচিত কেবল খেলা উপভোগ করা। আকরামের ভাষায়, ‘ক্রিকেট উপভোগ করো। সবকিছু ভুলে যাও, এটা কেবল খেলা। এক দল জিতবে, এক দল হারবে। জিতলে মুহূর্তটা উপভোগ করো। চাপ তো আসবেই, সেই চাপও উপভোগ করতে হবে। শৃঙ্খলা দেখাতে হবে। দিনশেষে এটা শুধু একটা খেলা—খেলোয়াড়দের জন্য যেমন, সমর্থকদের জন্যও তেমনি।’ ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার পর থেকে...