১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম অবিশ্বাস্য এক রাত! টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বোলাররা এর আগে কখনোই এমন বেধড়ক পিটুনির সম্মুখীন হননি। ২০ ওভারে ৩০৪ রান তো আর প্রতিদিন হয় না! গতপরশু রাতে ম্যানচেস্টারে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড এমন অবিশ্বাস্য ব্যাটিং-ই করেছে। ফিল সল্ট, জস বাটলারদের ঝড় তোলার রাতে ১৪৬ রানের বড় জয়ের ম্যাচে ওলট-পালট হয়েছে রেকর্ড বই- ৩০৪ ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড তুলেছে ২ উইকেটে ৩০৪ রান। টি-টোয়েন্টিতে (পুরুষদের) এটিই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ, আন্তর্জাতিক টি-টোয়েন্টি সব মিলিয়ে তৃতীয় আর স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর ওপরে আছে শুধু জিম্বাবুয়ের ৩৪৪ রান ৪ উইকেটে (গাম্বিয়ার বিপক্ষে, ২০২৪) আর নেপালের ৩১৪ রান ৩ উইকেটে (মঙ্গোলিয়ার বিপক্ষে, ২০২৩)। মানে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ম্যাচে...