১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, ইসলামের উর্বর ভূমি বাংলাদেশে ইসলাম এসেছে আলেম-ওলামা, পীর-মাশায়েখদের খেদমতের মাধ্যমেই। ৯০% মুসলমানের দেশে মসজিদ, মাদরাসা পীর-আওলিয়াদের খানকা ও দরবার শরিফের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি জুমার দিনে মসজিদের মিম্বার থেকে ইমাম-খতিবগণ ইসলামের শান্তির বাণী দরছ প্রচার করছেন। এতে কোটি কোটি মুসল্লি ও যুবকরা দ্বীনের সঠিক দিশা পাচ্ছেন। মানুষ হেদায়াতের রাস্তা খুঁজে পাচ্ছেন। ফলে যুবসমাজ মাদকের আসক্তের পরিবর্তে নামাজ-রোজা ইবাদমুখী হচ্ছেন। এ এম এম বাহাউদ্দীন বলেন, ইসলামী মূল্যবোধ বা ইসলামকে পাশ কাটিয়ে আগামীতে কেউ ক্ষমতায় আসতে পারবে না। ইসলামী সমাজ প্রতিষ্ঠায় হকপন্থী আলেম-ওলামা, পীর-মাশায়েখদের অবিস্মরণীয় অবদান রয়েছে। ক্ষমতার লোভে ইসলামের নামে কোনো গোমরাহি রাজনৈতিক দলের খপ্পরে...