১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম কুমিল্লায় গলা কেটে বালুর স্তুপে চাপা দিয়ে রাখা যুবক আমিনুল ইসলাম হত্যাকা-ের সঙ্গে জড়িতদের একজনকে আটক করেছে র্যাব। তার নাম সজীব (২০)। সে কমিল্লার চান্দিনার বদরপুর এলাকার সফিকুল ইসলামের ছেলে। গত শুক্রবার রাতে চান্দিনা উপজেলার এতবারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এই সময় তার দেয়া তথ্যমতে, হত্যার সময় ব্যবহার করা একটি দা এবং রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়। গতকাল শনিবার র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম প্রেসব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। র্যাব জানায়, চাকরির প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী আমিনুলের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিল তার নিকটতম আত্মীয় সিরাজ। কিন্তু দীর্ঘদিন চাকরি না দিয়ে টালবাহানা করতে থাকে সে। টাকা ফেরত চাইলে সিরাজ পরিকল্পিতভাবে আমিনুলকে হত্যার ষড়যন্ত্র করে।...