১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কন্যা, যাকে কিম জু আয়ে নামে ডাকা হচ্ছে, তাকে ক্রমশ তার সম্ভাব্য উত্তরসূরী হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি বাবার সঙ্গে চীনে তার হাই-প্রোফাইল সফর তার বিশিষ্ট মর্যাদাকে আরও দৃঢ় করে তুলেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের ফুটেজে বেইজিং সফরের সময় তার উপস্থিতি ধরা পড়েছে। তাকে তার বাবার পিছনে এবং পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সামনে একটি ট্রেন থেকে নামতে দেখা গেছে, সে সময় উত্তর কোরিয়ার দূতাবাসের কর্মকর্তারা মাথা নত করার সময় হাততালি দিয়ে তাকে স্বাগত জানান। ট্রেনের ভেতরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের সময়ও তিনি তার বাবার পাশে দাঁড়িয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ১১ সেপ্টেম্বর জানিয়েছে যে এই ভ্রমণ তার বাবার সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে তার অবস্থানকে...