১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম জনমানবহীন‘ বরফরাজ্য অ্যান্টার্কটিকায় সম্প্রতি বিশেষ কিছু ঘটনা ঘটেছে। বিশ্বের বৃহত্তম হিমশৈল বা আইসবার্গ ‘এ২৩এ’ (অ২৩ধ) ভেঙে পড়ছে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)-এর বিজ্ঞানীরা স্যাটেলাইটের ছবিতে নিশ্চিত করেছেন যে, প্রায় চার দশক ধরে টিকে থাকা এই বরফদ্বীপটি এখন একাধিক টুকরোতে বিভক্ত হয়ে সমুদ্রের মাঝে বিলীন হওয়ার পথে। খবরটি আপাতদৃষ্টিতে দূর দেশের কোনো ভৌগোলিক পরিবর্তন মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে আমাদের জন্য এক গুরুতর অশনি সংকেত। অ২৩ধ কোনো সাধারণ হিমশৈল ছিল না। ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকার ফিলচনার আইসশেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এটি ছিল প্রায় ৩,৯০০ বর্গকিলোমিটারের এক বিশাল ভাসমান ভূখ-। এর আকার আমাদের বৃহত্তর ঢাকা জেলার দ্বিগুণেরও বেশি। বিচ্ছিন্ন হওয়ার পর এটি সমুদ্রতলে আটকে গিয়ে প্রায় ৩৭ বছর একই জায়গায়...