১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম হাসিনার রেখে যাওয়া প্রশাসনই এখন সরকারের সব চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।তিনি বলেন, এখন এত জামাত, এত বিএনপি যদি সচিবালয় থাকে তো হাসিনার সময়ে এরা থাকলো কেমনে? ও (শেখ হাসিনার সরকার) তো প্রায়ই পোস্টমোর্টাম করতো, পোস্টমর্টাম করে করে বের করে বের করে দিতো তাই না। গয়েশ্বর রায় বলেন, হাসিনা সরকার ছিলো ফ্যাসিবাদ, ভুইলা গেছে তো ফ্যাসিবাদ সরকার। এই সরকারটা কোন বাদ। সরকারের কোন কাজকর্ম আছে চোখে পড়ে, তিন চারজন ছাড়া আর কেউ কোন কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোন খবর রাখে। সরকারের সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে...