১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ এএম সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আরেকটি মওদুদীবাদি প্রক্সি দলের প্রয়োজন নেই বলে একটি স্ট্যাটাস দিয়েছেন তথ্যমন্ত্রী মাহফুজ আলম। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতের ওই পোস্টে মাহফুজ বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মওদুদীবাদি প্রক্সি দলের কোনো দরকার নেই। ইতোমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে। এতে নতুন কিছু যোগ হবে না! বরং— পুনঃসংজ্ঞায়িত করো, পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো। তবে ঠিক কী কারণে এবং কাদের উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন তরুণ এই নেতা, তা উল্লেখ করেননি পোস্টে। মাহফুজের পোস্টের কমেন্ট বক্সে নাজিফা জান্নাত নামে একজন লিখেছেন, হাহা! যারা প্রক্সি হইতে চাচ্ছে তাদেরকে সামনা-সামনি বসে বোঝান আল্লার ওয়াস্তে। ওনারা বুঝতে পারতেছেন না বোধ হয়। এদিকে এই কমেন্টের প্রতিত্তোরে...