টপঅর্ডারের ব্যর্থতা ধুঁকছিল বাংলাদেশ। ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর জাকের আলি অনিক ও শামীম পাটোয়ারির ৬১ বলে ৮৬ রানের জুটিতে লঙ্কানদের ১৪০ রানের লক্ষ্য দিয়েছিল টিম টাইগার্স। তবে বোলাররা লড়াইটা জমাতে পারেননি। পাথুম নিশাঙ্কার ফিফটি এবং কামিল মিশারার ৪৬ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে নেমে ৩২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে শ্রীলঙ্কা। রানতাড়ায় নেমে ১৩ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। মেন্ডিস ফেরেন ৩ রান করে। দ্বিতীয় উইকেট কামিল মিশারা ও পাথুম নিশাঙ্কা মিলে যোগ করেন ৫২ বলে ৯৫ রান। ১০.৩ ওভারে...