দেশে দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাণী ও প্রাণের মিলনমেলার আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।তারেক রহমান বলেন, শুধু আইন করে প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না এর জন্য সচেতনতা প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে পশু-পাখি সুরক্ষায় আইনের সংশোধন আনা হবে। তবে জীববৈচিত্র্য রক্ষায় আইনের চাইতেও সব নাগরিকের সচেতনতা জরুরি। তাই মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার। মানুষের অধিকার রক্ষা করতে পারলে পশু-পাখির অধিকারও রক্ষা করা সম্ভব।তারেক রহমান বলেন, রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা প্রাণী রক্ষা নিয়ে আলোচনা করছি। মানুষ তার নিজের প্রয়োজনে প্রাণীদের বাঁচিয়ে...