ঠাকুরগাঁও ২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেছেন, আমরা ক্ষমতায় এলে দুর্নীতি-চাঁদাবাজি করবো না, কাউকে এসব করতেও দিবো না।শনিবার বিকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরে ঠাকুরগাঁও ২ আসনে জামায়াতে ইসলামীর আয়োজনে সীরাতুন্নবী (সা) সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, ঢাকার সমাবেশে জামায়াতের আমির লক্ষ্য জনতার সামনে ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় এলে দুর্নীতি করা হবে না এবং কাউকেও দুর্নীতি করতে দেওয়া হবে না। জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “আপনাদের কি বিশ্বাস হয়, আমি যদি নির্বাচিত হই, তাহলে দুর্নীতি করবো?” দীর্ঘ জুলুম নির্যাতনের পর আমরা খোলা আকাশের নিচে প্রাণখুলে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা একটি সুন্দর, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। তিনি বলেন,...