এশিয়া কাপে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করা বাংলাদেশ ১৩৯ রানের পুঁজি পেয়েছিল জাকের আলী ও শামীম পাটোয়ারীর জুটিতে। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে এরপর বাংলাদেশের বোলারদের ওপর ছোড়ি ঘোরান পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা। তারা দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন। ৩২ বল বাকি থাকতে ৬ উইকেটের জয়ে রান রেটটাও বাড়িয়ে নিয়েছে এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামা শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা তোলে ১ উইকেটে ৫৫ রান। লঙ্কানদের দলীয় একশো আসে মাত্র ৯.২ ওভারে। ১০ ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১০৭ রান। নিশাঙ্কা ফিফটি পূর্ণ করেন ৩১ বলে। টি-টোয়েন্টিতে এটি তার ১৬তম ফিফটি তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম। ৬ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৫০ রানেই ফেরেন নিশাঙ্কা।...