আমাদের স্বপ্নে অলৌকিকতার কোনো অস্তিত্ব নেই। স্বপ্ন পরবর্তীকালে সত্যিও হতে পারে। কারণ, জাগ্রত অবস্থায় আমাদের মস্তিষ্কের চিন্তা যেখানে শেষ হয়, বিশ্রামায়িত অবস্থায় সেখান থেকে হয় শুরু। সাধারণত আমরা যখন শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের মস্তিষ্কও ক্লান্ত হয়ে পড়ে। অবশ্য, মস্তিষ্ক ক্লান্ত হলেই শারীরিক ক্লান্তি দেখা দেয়। এই ক্লান্তি মেটানোর জন্য আমরা যখন বিশ্রাম নিই, তখন আমরা স্বপ্ন দেখি। জাগ্রত অবস্থায় আমরা স্বপ্ন দেখি না। কারণ আমরা যখন জাগ্রত থাকি এবং চোখ খুলে রাখি তখন মস্তিষ্ক বিভিন্ন তথ্য একসঙ্গে পায়। তখন স্নায়ুও নিজের মতো মস্তিষ্কে সংকেত পাঠাতে থাকে। ফলে মস্তিষ্ক একসঙ্গে অনেক তথ্য পেয়ে যায় এবং মস্তিষ্ক তীব্রভাবে কোনো কিছু চিন্তা করার সুযোগ পায় না। ফলে আমরা দিনের বেলা স্বপ্ন দেখি না। বিশ্রামায়িত অবস্থায় মস্তিষ্কের অন্য অঙ্গপ্রত্যঙ্গের কাজ বন্ধ হয়ে...