ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সঙ্গে যুক্ত করেছে। এই গেজেট প্রকাশের পর নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তিতাস উপজেলাকে হোমনা উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করে কুমিল্লা-২ আসনের গেজেট প্রকাশ করে। গতকাল শনিবার বেলা ১১টায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খানের নেতৃত্বে এই আনন্দ মিছিল বের হয়। তিতাসের কড়িকান্দি বাজার...