প্রথম ওভারে উইকেট মেডেন। দ্বিতীয় ওভারেও উইকেট মেডেন। দুঃস্বপ্ন নাকি বিভীষিকা! যেটাই হোক, সেই চক্রেই বাংলাদেশ ঘুরপাক খেল প্রথম ১০ ওভার। এরপর ব্যাটিংয় কিছুটা প্রতিরোধ গড়া হলো। বোলিংয়ের শুরুতেও সামান্য আশা জাগল। তবে শেষ পর্যন্ত লড়াই জমল না তেমন। ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে দারুণ জয় পেল শ্রীলঙ্কা। মাস দুয়েক আগে দেশের মাঠে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশকে। সেই দলকেই ৬ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল লঙ্কানরা। বাংলাদেশ ম্যাচ হেরে যায় মূলত ম্যাচের প্রথম ভাগেই। শূন্য রানে ২ উইকেট ও ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে বসা দলকে ১৩৯ রান পর্যন্ত নিয়ে যান জাকের আলি ও শামীম হোসেন। ৬১ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন, ষষ্ঠ উইকেটে যা বাংলাদেশের রেকর্ড। তবে সেই লক্ষ্য তাড়ায় খুব একটা বেগ পেতে হয়নি লঙ্কানদের।...