ব্যাট হাতে যা অঘটন ঘটানোর আগেই ঘটিয়ে ফেলে বাংলাদেশ, সেই অনভিপ্রেত ধসকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কা মাত্র দেড়শ’র নিচে সীমিত করে বাংলাদেশের রানের পিছে ছাড়েনি। আবুধাবির উইকেটে এই ১৩৯ রানের তাড়া করতে খুব বেশি সময় লাগেনি লঙ্কানদের। দারুণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও তারা বাংলাদেশের ওপর জয় তুলে নিল চারিথ আসালাঙ্কার দল। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই দিশেহারা। প্রথম ওভারেই ওপেনার তানজিদ তামিম ৫ বল খেলে রান পাননি, পরের বলে উইকেট হারান। এরপর পারভেজ ইমন ক্যাচ দিয়ে আউট হন। মাত্র ১১ রানে চারে নামা তাওহিদ হৃদয়ও বিদায় নেন। দলের ৩৮ রানে শেখ মাহাদি এলবির ফাঁদে পড়েন। একপর্যায়ে লিটন দাস কিছুটা লড়াই দেখালেও হাসারাঙ্গা তার উইকেটের মাধ্যমে আশা ম্লান করে দেন। অধিনায়কের বিদায়ের পর হাল ধরেন জাকের আলি অনিক ও শামীম,...