কী শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ের সাক্ষী হলো তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়াম। দুই দফায় পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের আশা জাগাল ইন্টার মিলান। কিন্তু নাটকীয়তার তখনও ঢের বাকি! শেষ দিকে সমতা টেনে যোগ করা সময়ে আরেকটি গোল করল ইউভেন্তুস। ঘরের দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে ‘ডার্বি দি ইতালিয়া’ জিতল তারা। নিজেদের মাঠে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা সেরি আর ম্যাচটি শনিবার ৪-৩ গোলে জিতেছে ইউভেন্তুস। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের দুই ছেলে মার্কাস থুরাম ও কিফহেন থুরাম এই ম্যাচে গোল করেছেন ভিন্ন দুই দলের হয়ে। ইন্টারের হয়ে মার্কাস থুরাম, ইউভেন্তুসের জার্সিতে কিফহেন থুরাম। পজেশন ও গোলে শট নেওয়ায় এগিয়ে ছিল ইন্টার। সফরকারীদের ১৮ শটের বিপরীতে ইউভেন্তুস নিতে পারে ১২টি, তবে দুই দলই লক্ষ্যে রাখতে পারে সমান চারটি করে শট। চতুর্দশ মিনিটে বক্সের ভেতর থেকে...